{getBlock} $results={3} $label={recent} $type={headermagazine}

ইংল্যান্ড সিরিজের আগেই বদলে গেল ইন্ডিয়ান কোচ ।অস্ট্রেলিয়ার কিংবদন্তি নিচ্ছেন কোচের দায়িত্ব।

প্রকাশঃ
অ+ অ-
ইংল্যান্ড সিরিজের আগেই বদলে গেল ইন্ডিয়ান কোচ ।অস্ট্রেলিয়ার কিংবদন্তি নিচ্ছেন কোচের দায়িত্ব।


 আইপিএল ২০২৫ টুর্নামেন্টের রেস কাটতে না কাটতেই আন্তর্জাতিক ক্রিকেটের আসরে ফিরতে হবে ভারতীয় ক্রিকেট তারকাদের। আসন্ন গুরুত্বপূর্ণ ক্রিকেট সফর ইংল্যান্ডে, ওসিন রোহিত ও বিরাটের মতো তিনটি পদ্ধতি ক্রিকেটার কয়েক মাসের ব্যবধানে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে, এই তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি মানিয়ে নিতে হবে টিম ইন্ডিয়াতে এই ইংল্যান্ড সাপোর্ট করে পাঁচটি টেস্টের জন্য ইতিমধ্যেই দল বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেটের নির্বাচকরা। 


টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান  গ্রিল। ফেরানো হয়েছে  করুন নয়য়ারকে।ভারতীয় টেস্ট ক্রিকেটে এবারে নতুন মুখ দেখা যাবে। সর্দল ঠাকুর ,অভিমুন্য ঈশ্বরনদেরও দেখা যাবে। ভারতীয় দলের পরিবর্তনের সঙ্গে ও ভারতের কোচিং স্টাফে ও পরিবর্তন হয়েছে ,গত বছরে জুলাই মাসে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার গৌতম গম্ভীর।


ক্রিকেটের প্রথা ভেঙে নিজের সহকারী বেছে নেওয়ার সুযোগ দিয়েছিল বিসিসিআই প্রথমেই অভিষেকনার কে নিয়ে আসেন টীম ইন্ডিয়া, কোচ। নাইট রাইডার্স এর থাকাকালীন একসাথে কাজ করার অভিজ্ঞতা ছিল এদের দুজনের এরপরে বোলিং পরামর্শদাতা হিসেবে মর্নিং ও আরেক সহকারী হিসেবে নেদারল্যান্ডসের  রায়ান টেন দুধ খাতে কেউ বেছে নিয়েছিলেন গম্ভীর, এরপরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে বেটারদের ব্যর্থতা ও বর্ডার গাবাস্কর ট্রফি চলাকালীন তথ্য ফাঁস কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন অভিষেক নায়ক।

 

মরকেল ও দুষখাতে যদিও রয়েছেন নিজের পদে। ভারতীয় কোচ বদলি হিসেবে হাইপ্রোফাইল কাউকে চাইছে বিসিসিআই। বি সি সি আর চিন্তাভাবনায় প্রথমে নাম রয়েছে  বিদেশি কিংবদন্তি ক্রিকেটার  জ্যাক ক্যালিস, টেস্টও একদিনের ক্রিকেট মিলিয়ে ২৫ হাজার রানের মালিক যাক জ্যাক কালিস ভারতীয় শিবিরে যোগ দিলে দলের শক্তি বাড়বে এ বিষয়ে কোন সন্দেহ নেই। 

বর্তমানে, ভারতীয় দলের কোচিং স্টাফে রয়েছেন:

  • হেড কোচ: গৌতম গম্ভীর

  • ব্যাটিং কোচ: সিতাংশু কোটক

  • বোলিং কোচ: মর্নে মর্কেল

  • ফিল্ডিং কোচ: টি দিলীপ


একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন